অবতক খবর,১০ আগস্টঃ ভাটপাড়া পুরসভার ২৫ নং ওয়ার্ডে বাসুদেবপুর রোড এলাকায় বড়সড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা।জানা গিয়েছে, বাসুদেবপুর রোড এলাকার মণ্ডলপাড়ায় একটি বাড়িতেই দীর্ঘদিন ধরে চলতো মধুচক্র। ওই এলাকার বাসিন্দা নন্দদুলাল চৌধুরী বাড়িতে ভাড়া থাকতেন শেখর দে ও তার স্ত্রী আর এক সন্তান।
তাদের ঘরেই নাকি বেশ কয়েকদিন ধরে বসতো মধুচক্রের আসর। গোপন সূত্রে খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকদের নিয়ে আজ আচমকা হানা দেয় ওই বাড়িতে। সেখান থেকেই হাতেনাতে পাকড়াও করা হয় তিনজন মহিলা সহ আরো পাঁচজনকে। বিশেষ সূত্রে খবর, মন্ডলপাড়ার ওই বাড়িতে যে মধুচক্র বসত সেই খবর পুলিশের কাছে পৌঁছোতেই তারা গোপনে তল্লাশি অভিযান শুরু করে। যদিও গোটা বিষয় নিয়ে বাড়ির মালিক অঞ্জনা চৌধুরী বলেন, আমরা কিছুই জানতাম না। ওনারা দুমাস আগে বাড়ি ভাড়া নিয়েছিলেন। স্থানীয় ব্যাটারি ফ্যাক্টরিতে কাজ করতেন ভাড়াটিয়া শেখর। যদিও ওই ঘরে যে বাইরের লোকের আনাগোনা ছিল সেই বিষয়ে স্বীকার করে নিয়েছেন বাড়ির মালিক অঞ্জনা দেবী। স্থানীয় বাসিন্দা ঝুমা কুন্ডু বলেন, আমরা কোথাও কিছু বুঝতে পারিনি। আজ দুপুরের পরই আচমকা পুলিশের গাড়ি ঘোরাঘুরি করতে দেখেই কিছু একটা আঁচ করেছিলাম। তারপরেই গোটা বিষয় জানলাম। আমরা এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। জনবহুল এই জায়গায় কি করে এই চক্র চলত সে বিষয়ে তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।