অবতক খবর,১৪ আগস্টঃ আজ কন্যাশ্রী দিবস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প আজ শুধু এরাজ্যের নয় গোটা দেশ জুড়েই স্বীকৃত। স্কুলছুট, গরিব, অসহায় মেয়েদের পাশে দাঁড়িয়ে কন্যাশ্রী প্রকল্প আজ সমাজ গড়ার কারিগর তৈরি করছে। সেই উপলক্ষ্যে আজ শ্যামনগর পাওয়ার হাউজের ডি সি নর্থ শ্রীহরি পান্ডের অফিসে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। এছাড়াও ছিলেন নর্থজনের বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা।

এছাড়াও উপস্থিত হয়েছিলেন ভাটপাড়া থানার আইসি অনুপম মন্ডল, নোয়াপাড়া থানার আইসি পার্থসারথি মজুমদার অরূপ ঘোষ ও অন্যান্য পুলিশের কর্তারা। মূলত বেশ কয়েকটি স্কুলের কন্যাশ্রী প্রাপকদের মেডেল পড়িয়ে সম্মানিত করা হয়। ব্যারাকপুরের সিপি বলেন, যে উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল তা আজ অনেকটাই সফল বলে মনে হচ্ছে। এর ফলে স্কুলে পড়ুয়ার সংখ্যা বাড়ছে। বাল্যবিবাহ অনেকাংশে রোধ করা গেছে। এরপরেও যে কয়টি অভিযোগ আমাদের কাছে আসছে বাল্যবিবাহ নিয়ে সে বিষয়ে আমরা করা পদক্ষেপ নিচ্ছি।