অবতক খবর,১৪ আগস্টঃ হরিণঘাটা ব্লকের আটটি পঞ্চায়েতের মধ্যে সাতটি পঞ্চায়েত তৃণমূলের দখলে হলেও বাকি একটি বিজেপি দখলে। নগরউখড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপি দখলে। ২২ টি বুতের মধ্যে এগারটি পেয়েছে বিজেপি। ছটি পেয়েছে তৃণমূল কংগ্রেস। তিনটি পেয়েছে সিপিআইএম। কংগ্রেস পেয়েছি দুটি। সেই মতো গত ১১ তারিখে হরিণঘাটা ব্লকের নগরউখড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করে বিজেপি।

আজ ১৪ ই আগস্ট পঞ্চায়েতে বসার আগে গো চনা,দুগ্ধ , গোবর,ঘৃত, মধু,দুর্বা,বেলপাতা, তুলসীপাতা,গঙ্গার জল দিয়ে পঞ্চায়েত ধুয়ে সোধন করল বিজেপি। পরবর্তীতে পঞ্চায়েতের ভেতরে পুরোহিত দিয়ে হলো চন্ডী পূজা ও চণ্ডীপাঠ, এছাড়াও একাধিক পঞ্চায়েতের সরকারি অফিসগুলোতে পবিত্র গঙ্গাজল দিয়ে শোধন করিয়ে নেওয়া হলো। উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতৃত্ব সহ হরিণঘাটা পঞ্চায়েত নির্বাচনী বিজেপি কনভেনার নৃপেন বিশ্বাস ও বিজেপি নেতা মন্ডল সভাপতি দুলাল দেবনাথ এছাড়াও একাধিক পঞ্চায়েতে বিজেপির সদস্য ও যে সকল পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীরা এবারে পঞ্চায়েতে অংশগ্রহণ করেছিলেন তারাও এই শুভ অনুষ্ঠানে যোগদান করেন।