অবতক খবর,২৯ আগস্টঃ চক বাজারে হোটেল ব্যবসায়ী ও তৃনমূল নেতার বিবাদ মেটালেন বিধায়ক,মঞ্চে তুলে বললেন ভুল বোঝাবুঝি মিটে গেছে।চাপে পরে ড্যামেজ কন্ট্রোলে বিধায়ক,কটাক্ষ বিজেপির।চুঁচুড়া চক বাজারের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা তোলা চেয়ে না পেয়ে ,হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার উঠেছিল তৃনমূল কাউন্সিলারের স্বামীর বিরুদ্ধে। টাকা চাওয়ার অভিযোগ মিথ্যা দাবি করে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল নেতা স্বপন দত্ত।পাল্টা হোটেল ব্যাবসায়ীও চুঁচুড়া থানায় দায়ের করেছিলেন অভিযোগ।মঙ্গলবার চক বাজারে সভা করে হোটেল ব্যবসায়ী জগন্নাথ খাঁড়া ও সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রীতা দত্তের স্বামী স্বপন দত্ত কে মঞ্চে তুলে দুজনের হাত মিলিয়ে দেন।জরিয়ে ধরতে দেখা যায় একে অপর কে।আর এই মিলন প্রত্যক্ষ করতে হাজির ছিলেন চুঁচুড়া বিধানসভার কয়েকশ তৃনমূল কর্মি।
গত ২৩ আগস্ট চকবাজারে জগন্নাথের হোটেলে গিয়ে তাকে মারধোর করে স্বপন।সিসি ক্যামেরার সেই ছবি ভাইরাল হতেই ব্যবসায়ীরা প্রতিবাদ করে।পথে নামে বিজেপি।
বিধায়ক বলেন একটা সমস্যা ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা মিটে গেছে।ব্যবসায়ীরা কোন সমস্যাতে পরলে তাদের পাশে আমরা আছি।বিজেপি এটা নিয়ে রাজনীতি করতে চেয়েছিল।স্বপন ও জগন্নাথ দুজনেই লিখিত দিয়েছে ওরা কেস তুলে নেবে।আর এই নিয়ে বিজেপির অভিযোগ বিধায়ক ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছে।যেহেতু বিজেপি এই বিষয় নিয়ে রাস্তায় নেমেছে।তৃনমূলের ভান্ডা ফেটে গেছে।সিসি টিভিতে দেখা যাচ্ছে কাউন্সিলারের স্বামী হোটেল ব্যাবসায়ীকে মারধোর করছে।থানায় গেছে দু পক্ষ। আজকে সে বিষয় নিয়ে উনি কি ভাবে মীমাংসা করেন।বিষয় টাতো পুলিশ প্রশাসন দেখছে।ওখানে একটা স্টেজ তৈরী করে বাইরে থেকে লোক নিয়ে এসে ,ব্যবসায়ী দের মধ্যে ভয়ের বাতাবরন তৈরী করে বিধায়ক কি বার্তা দিতে চাইছেন।