অবতক খবর,১৩ সেপ্টেম্বরঃ সামশেরগঞ্জে গঙ্গা ভাঙনে সর্বহারা পরিবার গুলোকে ফের কংগ্রেসের পক্ষ থেকে ত্রান বিতরণ,শুরু প্রস্তুতি।
উল্লেখ মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের অন্যতম বড় সমস্যা গঙ্গা ভাঙন কয়েক বছর ধরে গঙ্গার ভাঙনে কয়েক হাজার পরিবার সর্বস্ব হারিয়ে, বিভিন্ন স্কুলে ঠাঁয় নিয়েছে।ঠিক মত ভালো ভাবে দু মুঠো খাবারের জোগাড় দিতে হিমশিম খাচ্ছে। ঠিক এই পরিস্থিতে দাঁড়িয়ে নিজের বাড়ি ঘর হারিয়ে।কোনো কিছুই বুঝে উঠতে পারছেনা, তার মধ্যেই আবার নদীর জল বাড়তেই শুরু হয়েছে গঙ্গা ভাঙন। আবার জল স্তর কিছুটা নামতেই নতুন করে সামশেরগঞ্জের মহেশটোলা সাতঘড়িয়া, শিকদারপুর, ঘনশ্যামপুর দেবীদাসপুর এলাকায় গঙ্গা ভাঙনের গ্রাসে বহু পরিবার। শুধু মাত্র মহেশটোলা গ্রামে প্রায় ২০ থেকে ৩০ টি বাড়ি গঙ্গা ভাঙনে নতুন করে বিলীন হয়ে গিয়েছে। যদিও এখন অব্দি কোনরকম ঊর্ধ্বতন সরকারি আধিকারিক বা নেতা মন্ত্রীদের দেখা মিলেনি ভাঙ্গন এলাকায় এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এদিকে খবর পেয়ে আজ বুধবার বিকেল নাগাদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আসছেন গঙ্গা ভাঙ্গন পরিদর্শনে, গঙ্গা ভাঙ্গন পরিদর্শনের পাশাপাশি তিনি একটি সভাও করবেন ওই ভাঙন এলাকায়। এবং ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ বিতরণের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে, জেলা পরিষদ বিরোধী দলনেতা বিপ্লবের নিজস্ব বাসভবনে শুরু হয়েছে প্যাকিং এর কাজ। প্রায় ৫০০ পরিবারের হাতে তুলে দেবেন ত্রাণ সামগ্রী