অবতক খবর,২১ সেপ্টেম্বরঃ বীজপুরে লেগেছে গোষ্ঠীদ্বন্দ্ব। গোষ্ঠীদ্বন্দ্ব কাঁচরাপাড়া বনাম হালিশহর। আর এই গোষ্ঠীদ্বন্দ্বে আহত কাঁচরাপাড়ার এক যুবক, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এই ঘটনায় মোট ১৮ জনের নামে থানায় এফআইআর করা হয়েছে।
তবে এইসবের মধ্যেও ঘটে গেল আর একটি ঘটনা। হালিশহরের এক তৃণমূল নেতা ঘনিষ্ঠ গোবিন্দ দত্ত, তিনি তাঁর পুকুরে মাছ চাষ করেন। অভিযোগ,তাঁর পুকুরে কেউ বিষ প্রয়োগ করেছে। পুকুরটি অবস্থিত হালিশহর ৪ নং ওয়ার্ড অরবিন্দ পল্লী অর্থাৎ হালিশহর আইটিআই কলেজের পেছনে। কে বা কারা এই বিষ প্রয়োগ করেছে তা এখনো জানা যায়নি। তবে এই ঘটনায় পুকুরের সমস্ত মাছ মারা গিয়েছে। ঘটনার খবর পেয়েই ছুটে আসেন ওয়ার্ড কাউন্সিলর। তিনি এসে ঘটনা খতিয়ে দেখেন এবং পুকুর পরিষ্কারের দায়িত্ব নেন।
এ নিয়ে মৃত্যুঞ্জয় দাস জানান যে, পৌরসভায় ঘটনাটি জানানো হয়েছে,কে বা কারা এ কাজ করেছে তা খুটিয়ে দেখা হচ্ছে।