অবতক খবর,২২ সেপ্টেম্বরঃ কাঁপা পঞ্চায়েতের অন্তর্গত ছোট জোনপুর অঞ্চলে পরপর তিনটি বাড়িতে চুরির উদ্দেশ্যে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। গভীর রাত আড়াইটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে,অ্যাকুয়া ব্রাদার্স নামক দোকান মালিকের বাড়ি সহ তার পাশের আরো দুটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা।
দুষ্কৃতীরা যখন ভাঙচুর চালাচ্ছিল তখন বাড়ি থেকে বেরিয়ে আসেন শীলা সিং(৬২) এবং তাঁর ছেলে সমীর সিং। তাদের দেখে দুষ্কৃতীরা একটি ভাঙা টাইলস নিয়ে তাদের তাড়া করে। সেই সময়ে হোচট খেয়ে পড়ে যান শিলা সিংহ এবং তিনি আহত হন।
তাদের চিৎকারে পাড়া-প্রতিবেশীরা সকলেই বেরিয়ে আসেন। সেই সময় দুই দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায়। তবে তাদের মধ্যে একজন দুষ্কৃতী ধরা পড়েছে। স্থানীয়রা এই দুষ্কৃতীকে বেধড়ক পেটায়। অন্যদিকে ঘটনা শুনে খবর পেয়ে ছুটে আসে জেঠিয়া থানা এবং বীজপুর থানার পুলিশ।
দুই থানার পুলিশের মধ্যেই শুরু হয়ে যায় কথা কাটাকাটি। দুই থানার পুলিশ আধিকারিকেরাই বলেন, এই এরিয়া তাদের থানার আওতাধীন নয়। অবশেষে আহত দুষ্কৃতীকে পুলিশ জেএনএম হাসপাতালে পাঠিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
এই ঘটনায় তিনটি বাড়ি ভাঙচুর হয়েছে আর একটি মিনি ডোর চার চাকা গাড়ির ক্ষতি হয়েছে।
এদিকে শীলা দেবীর পুত্র সমীর সিং জানিয়েছেন এই ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। তিনি আরো বলেন,যদি আরো বড়সড় ঘটনা ঘটত,আমার মায়ের যদি প্রাণ চলে যেত তবে এর দায় কে নিত?
এখন প্রশ্ন,এই দুষ্কৃতীরা কারা? তারা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটালো?
এদিকে সমির বাবু জানিয়েছেন, তারা এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করবেন।