আজ ভগৎ সিং-এর জন্মদিন

আমার নয়,
ভগৎ সিং-এর লেখা গদ্য কবিতা

চিঠি
ভগৎ সিং

শোন্ ! এখন তো যাবজ্জীবন, কারাদণ্ড ,দ্বীপান্তর , ফাঁসি এইসব শব্দগুলি শুনতে শুনতে গা-সওয়া হয়ে গিয়েছে।
এ শব্দগুলোর প্রতি আমার আর কোনো অনুভূতি নেই।

আমি তো জানি জল্লাদের লোমশ হাত আমার মুখ কালো টুপি দিয়ে ঢেকে দেবে, গলায় পরিয়ে দেবে ফাঁসির দড়ি। তারপর মোমঘষা দড়িতে পড়বে টান আর পায়ের তলার পাটাতনটা সরিয়ে নেবে।
আসবে আমার চরম মুহূর্ত, মানে আমার মৃত্যু।

অধ্যাত্মবাদের ভাষায় আমার আত্মার এখানেই চির অবলুপ্তি ঘটবে। হিন্দু ধর্ম মতে আমার পুনর্জন্ম হতে পারে, মুসলিম ও খ্রিস্ট ধর্ম অনুসারে আমি বেহেশত বা হেভেন-স্বর্গেও যেতে পারি।
তুই বল কী সুন্দর সাজানো ধর্ম! আমি তো নাস্তিক সে সুযোগ আর এ জন্মে হলো না।

আমার তো অল্পদিনের লড়াকু জীবন! তার মধ্যেই ঘটে গেছে পার্লামেন্টে বোমা বিস্ফোরণ, কাকোরি ডাকাতি, স্যান্ডার্স হত্যা,ইনকিলাব ধ্বনি….

এই জীবনটাই আমার পুরস্কার।
উজির নাজির নয়, জীবনে গড়তে হবে নজির!