অবতক খবর,২৯ সেপ্টেম্বর,মালদা:সানু ইসলামঃ নিকাশির বেহাল দশার কারণে কালভার্টের জলে জলমগ্ন গ্রাম। গ্রামে নেই কোন রাস্তা, নেই নিকাশি। চূড়ান্ত হয়রানির শিকার গ্রামবাসী।কর্দমাক্ত গ্রামের রাস্তায় কোমর সমান জল। জল ঢুকে গেছে বাড়িতেও। ভয়ানক অস্বাস্থ্যকর পরিবেশ গ্রাম জুড়ে। প্রশাসন বা পঞ্চায়েত থেকে মিলছেনা ন্যূনতম পরিষেবা।ক্ষোভ জমছে এলাকাবাসীর মনে। যদিও এলাকাবাসীর সমস্যা নিয়েই অবগত নয় স্থানীয় শাসক দল পরিচালিত পঞ্চায়েত।চাঁচল ১ নং ব্লকের পূর্ব সুজাগঞ্জ এবং সাহেবগঞ্জ এলাকার লোকেরা প্রশ্ন তুলছে পঞ্চায়েতের ভূমিকা নিয়ে। চরম সমস্যার মুখে গ্রামের শিশু এবং বয়স্ক ব্যক্তিরা। নিকাশি সমস্যা সমাধানের জন্য গ্রামে কালভার্ট করা হলেও করা হয়নি রাস্তা।তাই কালভার্ট হওয়ার পর সমস্যা সমাধান তো দূরের কথা বেড়েছে আরো সমস্যা। ডেঙ্গির আবহে আতঙ্ক গ্রাস করেছে এলাকাবাসীকে।