অবতক খবর,৪ অক্টোবরঃ রাজ্যের বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লিতে দুদিনের আন্দোলন কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদ -মন্ত্রী, বিধায়কদের জোরদার আন্দোলনে তপ্ত হয়ে ওঠে দিল্লি রাজনীতি।
গতকাল কৃষি ভবনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে গেলে সেখানে তাদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে দিল্লি পুলিশ তৃণমূল প্রতিনিধি দলের সদস্যদের রীতিমতো চ্যাংদোলা করে কৃষি ভবনের বাইরে নিয়ে যায়। তারপরেই রাজ্যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। বুধবার সকালেই হাজিনগর মোড় এলাকায় ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতলিকা দাহ করা হয়। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, হালিশহর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার ও অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ। প্রতিবাদ জানিয়ে চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন, বাংলার মানুষকে প্রতারিত করছে কেন্দ্রীয় সরকার। নিজেদের ন্যায্য দাবি দাওয়া জানাতে আমাদের নেতারা দিল্লিতে গেলে সেখানে তাদের সাথে চরম দুর্ব্যবহার করা হলো। রাজ্যের সব মানুষকে একত্রিত হয়ে লড়তে হবে। একধাপ এগিয়ে তৃণমূল নেতা প্রবীর সরকার বলেন, অনেক হয়েছে সৌজন্যতা। আর সৌজন্যতা দেখানোর দরকার নেই।