অবতক খবর,৬ অক্টোবর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো শুরু হতে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। তাই পূজোর সমস্ত রকম প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে আমজনতা। কিন্তু এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে রাজ্যবাসীকে। পুজোর আনন্দের মাঝেই দোসর হয়ে দাঁড়িয়েছে একনাগাড়ে বৃষ্টি। নিম্নচাপ কিংবা টানা বৃষ্টির জেরে মাথায় হাত মন্ডপ শিল্পী ও পুজো উদ্যক্তাদের। তবুও একটু একটু করে কাজ এগাচ্ছেন শিল্পীরা।
ব্যারাকপুর শিল্প নগরীর অন্যতম নাম শ্যামনগর। থিম ভাবনায় এখানে একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতাও চলে। শ্যামনগর নতুনপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিম দিল্লির লালকেল্লা। পাশাপাশি ইসরো-র বিজ্ঞানীদের সম্মান জানিয়ে এখানে এবারের বিশেষ আকর্ষণ চন্দ্রযান-৩। পুজো কমিটির সদস্য সোমনাথ তালুকদার বলেন, প্রাকৃতিক দুর্যোগ মন্ডপ তৈরিতে সমস্যার সৃষ্টি করছে। ক্লাব ঘরের মধ্যে শিল্পীরা কাজ করছেন। শ্যামনগর গুড়দহ আমরা সবাই পুজো কমিটির অষ্টম বর্ষের থিম বদ্রীনাথ। এখানকার শিল্পী শিবু সরকার বলেন, বাঁশ, বাটাম, ফোম ও প্লাই প্রভৃতি উপকরণ মন্ডপ সজ্জায় ব্যবহার করা হচ্ছে। কিন্তু টানা বৃষ্টির কারনে তারা ঠিকমতো কাজ করতে পারছেন না। তবে আশা সঠিক সময়ে কাজ শেষ হবে।
শ্যামনগর মাতৃপল্লী মুক্তি সংঘের পুজো এবার বাংলার কুটিরশিল্পের আদলে এখানে মন্ডপ সাজানোর কাজ শুরু করেছে।তবে বাধ সেজেছে নাগাড়ে বৃষ্টি। সজ্জায়। পুজো কমিটির সম্পাদক বলেন, টানা বৃষ্টির জেরে মন্ডপের বাইরের নকশার কাজ পুরো থমকে গিয়েছে।