অবতক খবর,১১ অক্টোবর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: সারা রাজ্যে বিভিন্ন জেলার মতো পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন স্কুলগুলিতে কন্যাশ্রীরা থানা চিনতে ও বিডিও অফিসের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে পরিচয় হতে থানা ও বিডিও অফিস পরিদর্শনে যাচ্ছে। বুধবার মন্তেশ্বর বিডিও অফিসে শিক্ষামূলক পরিদর্শনে আসে মন্তেশ্বর ব্লকের পুটশুরী গার্লস হাইস্কুলের শিক্ষিকাদের সাথে পুটশুরী হাইস্কুলের একদল কন্যাশ্রীছাত্রীরা।

মন্তেশ্বর বিডিও গোবিন্দ দাস ও জয়েন্ট বিডিও সোমনাথ সাউ এর সাথে দেখা করেন কন্যাশ্রী ছাত্রীরা। বিডিও গোবিন্দ দাস এর সহযোগিতায় বিডিও অফিসের বিভিন্ন চত্বর ঘুরে দেখে তারা। বিডিও কাছে বিডিও অফিসের বিভিন্ন কাজকর্ম, বিডিও অফিসে কোন অভিযোগ জানাতে হলে কি করা উচিত, সহ বিভিন্ন বিষয়গুলি নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ পায়। তারপর জয়েন্ট বিডিও সোমনাথ সাউ পুটশুরী গার্লস হাইস্কুলের থেকে আসা কন্যাশ্রী ছাত্রীরাদের নিয়ে আলোচনার মধ্য দিয়ে ডেঙ্গু সচেতনতার ও নাবালিকা মেয়েদের বিবাহ রোধের বিষয়ের উপর সচেতনতা জোর দিয়ে ডেঙ্গু রোধ করতে গেলে কি কি করণীয় , ও কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তার উপর আলোচনা করে ও নাবালিকা মেয়েদের বিবাহ রোধ করতে গেলে কি কি করতে হবে , কন্যাশ্রী ছাত্রীদের সচেতনতার বার্তা দেন জয়েন্ট বিডিও সোমনাথ সাউ। কন্যাশ্রী ছাত্রীরা জানায় বিডিও গোবিন্দ দাস ও জয়েন্ট বিডিও সোমনাথ সাউ মহাশয় এর কাছথেকে ডেঙ্গু রোধের ও অল্প বয়সের মেয়েদের বিবাহ রোধের সচেতনতার বার্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে জানতে পেরেছি এবং বিডিও অফিসে পরিদর্শনে এসে বিডিও অফিসের প্রতি যে ভয়ভীতি অনেকটা কেটে গিয়েছে। এবং নাবালিকা মেয়েদের বিবাহ কিভাবে রোধ করতে হয় বিডিও গোবিন্দ দাস মহাশয় এর কাছে এসে সেই সম্পর্কে সচেতন হয়েছে এবং বিডিও অফিসে পরিদর্শনে তাদের অনেক বিষয়ে অভিজ্ঞতা হয়েছে এবং অনেক খুশি হয়েছে বলে তারা জানান।