অবতক খবর,১১ অক্টোবর: ঝটিকা পরিদর্শনে মেয়র পরিষদ পরিবেশ ও বস্তি স্বপন সমাদ্দার। কলকাতার বিভিন্ন ওয়ার্ডের কলকাতা পৌর সংস্থার অধীনে থাকা পে অন্ড উজ টয়লেটের কাজকর্ম খুঁটিয়ে দেখেন তিনি। আধুনিক সুবিধাযুক্ত সৌচালায়ের কাজকর্ম কি অবস্থা রয়েছে, কি ভাবে এই সমস্ত পে অন্ড উজ টয়লেটের পরিষেবা চালু হবে। সেই সমস্ত বিষয়ে আধিকারিক দের সঙ্গে কথা বলে জেনে নেন তিনি। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের ডি জি সহ পৌর সংস্থার আধিকারিকরা। উল্লেখ্য যে সমস্ত পৌর সংস্থা অধীনে থাকা পে অ্যান্ড উজ টয়লেট কে আধুনিক ও সুবিধাযুক্ত ভাবে সুসজ্জিত করা হয়েছে। পুরুষ থেকে নিয়ে মহিলা আর শিশুদের পর্যন্ত মাথা রেখেই তৈরি করা হয়েছে আধুনিক টয়লেটের। স্নানাগার থেকে শৌচালয়, এমন কি বাড়ির আদলে আয়না লাগিয়ে জলের বেসন। সব কিছুই রয়েছে এই আধুনিক সুবিধাযুক্ত টয়লেট। এবার

 

 

 

 

ঝটিকা পরিদর্শনে মেয়র পরিষদ পরিবেশ ও বস্তি স্বপন সমাদ্দার। কলকাতার বিভিন্ন ওয়ার্ডের কলকাতা পৌর সংস্থার অধীনে থাকা পে অন্ড উজ টয়লেটের কাজকর্ম খুঁটিয়ে দেখেন তিনি। আধুনিক সুবিধাযুক্ত সৌচালায়ের কাজকর্ম কি অবস্থা রয়েছে, কি ভাবে এই সমস্ত পে অন্ড উজ টয়লেটের পরিষেবা চালু হবে। সেই সমস্ত বিষয়ে আধিকারিক দের সঙ্গে কথা বলে জেনে নেন তিনি। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের ডি জি সহ পৌর সংস্থার আধিকারিকরা। উল্লেখ্য যে সমস্ত পৌর সংস্থা অধীনে থাকা পে অ্যান্ড উজ টয়লেট কে আধুনিক ও সুবিধাযুক্ত ভাবে সুসজ্জিত করা হয়েছে। পুরুষ থেকে নিয়ে মহিলা আর শিশুদের পর্যন্ত মাথা রেখেই তৈরি করা হয়েছে আধুনিক টয়লেটের। স্নানাগার থেকে শৌচালয়,