অবতক খবর,১১ অক্টোবর: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠকে বললেন চোরকে চোরই বলা হবে।মিডিয়া পরিবার কে কালিমালিপ্ত করছেন তার বিরুদ্ধে মিডিয়ার বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে ছিলেন ফিরহাদ হাকিম। বিচারপতি সরাসরি জানিয়েছেন যে মিডিয়ার উপর কোনো হস্তক্ষেপ করা যাবে না। অধীর বলেন এত দিন মিডিয়ার উপর মারধোর করেছেন, মিডিয়ার একটা প্রগতিশীল অংশ আছে যারা আজও মানুষকে সঠিক খবর পরিবেশন করেন।

তিনি বলেন তৃণমূলের জামানায় সংবাদপত্রের উপর বারবার আক্রমণ এসেছে সাংবাদিকদের মার খেতে হয়েছে, জেলে যেতে হয়েছে, আজকে যখন তাদেরকে মিডিয়া ট্রায়ালের নামে কোর্টে যেতে হচ্ছে তখন এইটা বুঝতে হবে বাংলায় আজও সত্যনিষ্ঠ, সৎ, প্রগতিশীল সংবাদ মাধ্যমের একটা অংশ বেঁচে আছে। তাই আজকে এই সরকারের কর্তা ব্যাক্তিরা মিডিয়াকে গলা টিপে হত্যা করার দাবিতে তাদের করতে যেতে হচ্ছে।অধীর বলেন নির্লজ্য সরকার কেনো তোমরা মিডিয়াকে ভয় পাচ্ছো। প্রশ্ন একটাই। ‘আমি কি চোর ‘একথা বলার সময় মুখে চোখে হতাশার ছাপ আসছে কেনো? অধীর বলেন চোর কে তো চোর বলা হবে। তিনি উচ্চস্বরে বলেন হ্যাঁ, তোমরা চোর, চোরকে তো চোর ই বলা হবে।