অবতক খবর,১৪ অক্টোবর,বসিরহাট,সুকান্ত দাস:গ্রামবাসীরা ও পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তার কাজের সিডিউল দেখতে চাওয়ায় রাস্তার কাজ বন্ধ করে চলে গেল ঠিকাদার ।

রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ।
হাত দিয়ে টানলেই রাস্তা উঠে যাচ্ছে ।
বসিরহাটের গোটরা পঞ্চায়েতের মহসিনের মোড় থেকে লক্ষণ কাঠি পর্যন্ত এক কিলোমিটার রাস্তার কাজ বরাদ্দ হয় জেলা পরিষদের দপ্তর থেকে ।

গ্রামবাসী এবং পঞ্চায়েত উপ প্রধানের অভিযোগ_এই কাজ খুবই নিম্নমানের হচ্ছে , যেভাবে কাজ হওয়ার কথা সেই ভাবে হচ্ছে না । তাই এই কাজের সিডিউল দেখতে চায় ঠিকাদারের কাছে গ্রামবাসীরা , আর তাই রাস্তার কাজ বন্ধ করে ঠিকাদার শ্রমিকদের নিয়ে চলে গেল ।
এরপর পঞ্চায়েতের উপপ্রধান সহ গ্রামবাসীরা রাস্তা আটকে বিক্ষোভ দেখায় । তাদের দাবি সিডিউল দেখিয়ে কাজ করতে হবে ঠিকাদারকে ।
এই মুহূর্তে কাজ বন্ধ আছে ।