অবতক খবর,মালদা;সানু ইসলাম১৯অক্টোবর: শ্লীলতাহানির শিকার হয়েও সুবিচার পাচ্ছেন না নির্যাতিতা।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মিসকিনপুরের এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চলতি মাসের ১০ তারিখ সন্ধ্যা বেলা মিসকিনপুরের স্থানীয় এক গৃহবধূ বাজার থেকে বাড়ির পথে ফিরছিলেন।সেই সময় মাঝ রাস্তায় স্থানীয় এক ব্যক্তি তাকে জোর করে কবরস্থানের পাশে বাঁশঝাড়ে টেনে নিয়ে যান।অশ্লীল কথাবার্তা বলেন এবং কুপ্রস্তাব দেন।মহিলা রাজি না হলে তাকে মারধোর করে পরনের বস্ত্র ছিড়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।মহিলার চিৎকার শুনে তার ছেলে ছুটে এলে ছেলেকেও বেধড়ক মারধর করা হয়।

হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা হয়েছে আক্রান্তের ছেলের। এদিকে এই ঘটনায় আক্রান্ত মহিলা হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ পত্রের লেখা বারবার পুলিশের পক্ষ থেকে পরিবর্তন করা হয়েছে বলে দাবি আক্রান্তের পরিবারের।প্রায় দশ বার অভিযোগপত্রের লেখা বিভিন্ন ভাবে পরিবর্তন করার পর অভিযোগ নিয়েছে পুলিশ এমনটাই বিস্ফোরক অভিযোগ আক্রান্তের পরিবারের।ওই মহিলা এবং তার স্বামীর আরো অভিযোগ পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করছে না। কিন্তু ওই অভিযুক্ত ব্যক্তির করা মিথ্যা অভিযোগের ভিত্তিতে পুলিশ আক্রান্ত মহিলার স্বামীর বিরুদ্ধে ৩০৮ ধারায় মামলা রুজু করেছে।এই ভাবে কোন কেস হলে পাল্টা মিথ্যা মামলা দিয়ে সালিশি সভার পথে হাঁটছে পুলিশ। মোটা টাকার বিনিময়ে হচ্ছে সালিশিসভা উঠেছে এমনটাও অভিযোগ। এদিকে জানা গেছে আক্রান্ত মহিলা তৃণমূল কর্মী এবং অভিযুক্ত ব্যক্তি কংগ্রেস কর্মী। কংগ্রেসের মতে এখানে কোনো রাজনীতি নেই। থানা তৃণমূলের পার্টি অফিস এবং সালিশি সভার জায়গা এমনটাও অভিযোগ কংগ্রেসের।অন্যদিকে আক্রান্ত মহিলা সুবিচার না পেলে আন্দোলন হবে হুশিয়ারি তৃণমূলের। যদিও পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে।নিয়ম অনুযায়ী তদন্ত হয়েছে।