অবতক খবর,১০ই ফেব্রুয়ারি: গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ হালিশহর ১৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন দেশবন্ধু কলোনি এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তৃণমূল কংগ্রেস কর্মী সোমনাথ গাঙ্গুলীর বাড়ির গেটের সামনে দুজন অপরিচিত ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখায় সন্দেহ হয় তার। কোন কিছু না বুঝে ওঠার আগেই তার বাড়ি এবং তাকে লক্ষ্য করে পরপর দুটো বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তারমধ্যে একটি বোমা ফাটে।
এই বোমার বিস্ফোরণের ফলে ভেঙে যায় বাড়ির ছাদের টিন। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে বীজপুর থানার পুলিশ, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কি কারণে এই হামলা সে বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের তীর বিরোধীদলের দিকে। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে সোমনাথ গাঙ্গুলী বিস্তারিত বলতে গিয়ে বলেন, ‘আমার উপর প্রাণঘাতী হামলা এই প্রথম নয়। এর আগেও আমার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে।
বেশকিছুদিন আগে কোনা কলোনিতে আমার উপর দুষ্কৃতীরা চড়াও হয়ে আমাকে মারার চেষ্টা করে।’ এর কারণ হিসেবে তিনি বলেন,’বীজপুর বিধায়ক এর আগেও আমাকে বেশকয়েকবার প্রাণে মারার হুমকি দিয়েছেন। আমার মনে হয় এই ঘটনাগুলো তাঁরই অঙ্গুলি হেলনে ঘটছে।’