আন্দোলনের পাশে আছে এই অক্ষরজীবী শব্দশ্রমিক

দুন্দুভি উঠেছে বেজে

তমাল সাহা

ও মাস্টারমশাই!
বিদ্যাসাগর হাত দেখায়–
লড়ে যাও।
আমরা তোমায় ঘিরে আছি
চারদিকটা দেখে নাও।

ও দিদিমণি!
রবীন্দ্রনাথের নন্দিনী
তুমি যে মাতঙ্গিনী
পতাকাটা উঠিয়ে ‌নাও।

পরিসরটা বড়ো করো
আরো মানুষ জড়ো করো
জোরসে একটা লড়াই দাও।
আমরা আছি বুক চিতিয়ে
দেখো দেখো দেখে নাও।

লড়াই লড়াই লড়াই চাই
ধাপ্পাবাজির মুখে ছাই।
শিক্ষকরা ময়দানে
শিক্ষামন্ত্রীর লজ্জা নাই।

জমায়েতে নিষেধ জারি
বোঝা গেছে জারিজুরি।
শাসক তো গেছে মরে
জয় আনবো লড়াই করে।

জোট বাঁধো,তৈরি হও
লড়াই লড়াই লড়াই চাই।
লড়াই ছাড়া জীবন বাঁচে?
আমরা কি থোড়াই ডরাই!
হৃদয় নাচে অগ্নিআঁচে।