অবতক খবর, সংবাদদাতা :: বাঁকুড়ায় এক কর্মিসভার মঞ্চ থেকে আক্রমণের ঝাঁঝ আরও কয়েক গুণ বাড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বলেন, “বিজেপি ভোকাট্টা হয়ে গিয়েছে। একেবারে ভরাডুবি। ওরা এবার স্টেটলেস হয়ে যাচ্ছে।” তিনি বলেন যে “যত জায়গায় নির্বাচন হয়েছে, সব জায়গায় ধপাস ধুম। কোন স্টেট আছে আর? ওই তো ইউপি আর কর্ণাটক। আগামী দিন সেটাও থাকবে না!” তিনিতার কর্মীদের বলেন “একুশের জন্য তৈরি হোন।”
বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের বুথ স্তরের কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন ছিল তৃণমূলের ।তৃণমূল লোকসভা ভোটে বাংলার অন্যান্য জেলার মতো এই জেলার দুটি আসনে হেরে ছিল।লোকসভা নির্বাচনে বাঁকুড়া এবং বিষ্ণুপুর আসন দখল করেছে বিজেপি। তারপর সাংগঠনিক দায়িত্ব বদল করে সারা পশ্চিমাঞ্চলের ভার দিদি তুলে দেন রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাঁধে। এদিনের এই সভার উদ্যোক্তা তিনিই ছিলেন |
তৃণমূলনেত্রী এই মঞ্চ থেকে একসাথে সিপিএম, বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ শানান । লোকসভা ভোটে বামেদের ভোট বিজেপির দিকে চলে যাওয়া নিয়েও তোপ দাগেন তিনি। বলেন, “সিপিএম টাকা নিয়ে এ ভাবে নিজের সাইনবোর্ডটা বিজেপির কাছে বেচে দেবে ভাবতেও পারিনি।” তাঁর কথায়, “সকালে সিপিএম জগাই, বিকেলে কংগ্রেস মাধাই, রাত্রিবেলা বিজেপি গদাই। এদের কাউকে বিশ্বাস করবেন না।”