রবীন্দ্রনাথের সোনার বাংলা
জীবনানন্দের রূপসী বাংলা
নজরুলের বাংলাদেশ
সত্যেন্দ্রনাথ দত্তের আমাদেরই বাংলারে
দ্বিজেন্দ্রলালের ধনধান্য পুষ্পে ভরা
মুখ লুকাবি কোথায় রে?

মাথা ও কানের কবিতা
তমাল সাহা

হায়! দেশ তুমি যাচ্ছ কোথায়?
শিক্ষাকে কে বাঁচায়?
স্কুল কমিশন ও শিক্ষা পর্ষদ
কে প্রেমিক কে প্রেমিকা বোঝা বড় দায়!
জড়াজড়ি করে চুমু খায়।

নিয়মবিরুদ্ধ নিয়োগ- দূর্নীতি—
সবই পণ্য,কামাইবাজি।
গান্ধীজি, পার্লামেন্ট ওড়ে হাওয়ায়
মহামান্য কোর্ট দিয়েছে রায়
সিবিআই অনুসন্ধান হবে কোর্টৈর পাহারায়।

ক-য়ে কোর্ট, ক-য়ে কানমলা—
এই খেতে খেতে কান লাল হয়ে যায়
এভাবে দুকান-কাটা রাস্তায় ঘুরে বেড়ায়?
হে পৃর্বদেশ, তোর মাথা আছে নাকি!
কবন্ধ হবি আর কোন লজ্জায়?