অবতক খবর,২৯ নভেম্বর: তৃণমূল কর্মী,বিকি যাদব খুনের ঘটনার মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে জগদ্দল থানায় ডেপুটেশন তৃণমূল নেতৃত্বের।
গত একুশে নভেম্বর দুষ্কৃতীদের গুলিতে খুন হন ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী বিকি যাদব সেই খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্তরা। বুধবার তাদের গ্রেপ্তারের দাবিতে জগদ্দল থানার সামনে প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে অভিনব কায়দায় বিক্ষোভ দেখিয়ে জগদ্দল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করলো ভাটপাড়া এবং জগদ্দলে তৃণমূল নেতৃত্ব যে প্ল্যাকার্ডে বিকি যাদবের ছবিসহ বিগত দিনে যেসব তৃণমূল কংগ্রেস কর্মীরা, গুলিবিদ্ধ হয়েছিলেন তাদের ছবি দিয়ে লেখা ছিল *এরপর কি আমি*।
তাহলে কি ভাটপাড়া জগদ্দলে সুরক্ষিত নন তৃণমূল নেতৃত্ব?