আমার জানা নেই
তমাল সাহা

পশুপাখিদের কোনো দার্শনিক সমাজতত্ত্ববিদ অর্থনীতিবিদ নেই কেন আমি জানিনা
আমাদের থাকলেও খুব কিছু লাভ হয়েছে কিনা আমি বুঝিনা

পশু পাখিদের মধ্যে কেউ কবিতা গল্প উপন্যাস লেখে কিনা আমার জানা নেই লিখলেই বা কি লাভ হতো আমি জানিনা

পশু পাখিদের কোনো মন্দির মসজিদ নেই কেন আমি জানিনা
তাদের কি ধর্মটর্ম ভালো লাগেনা!
তাদের পাসপোর্ট ভিসা কেন লাগে না তাও আমি জানিনা

পশু পাখিদের জামা কাপড় লাগে না কেন সেটাও আমি বুঝি না
আশ্চর্য! তাদের কোন সেলুন বা বিউটি পার্লার নেই, তারা কি সাজগোজ পছন্দ করে না?

পশুপাখিদের আবাসন প্রকল্প বার্ধক্য ভাতা কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার লাগে না কেন আমি জানিনা
পশুপাখিদের মধ্যে এখনো কোনো দাঙ্গা আমি দেখিনি
পশুরা কেন বোমা বাঁধতে শেখেনি
তাও আমি জানিনা এতই নির্বোধ আমি

মানুষ নাকি বুদ্ধিমান প্রাণী, তাদের এ সমস্ত সবকিছুই লাগে কেন তাও আমি জানিনা