আজ মানবাধিকার দিবস হায়?
মানুষ এখনো অসহায়!
মানবাধিকার দিবস
তমাল সাহা
তুমি পৃথিবীর,
এছাড়া তুমি কার?
কে দিচ্ছে কে কেড়ে নিচ্ছে
তোমার মানবাধিকার?
অধিকার তো একটাই,
বাঁচতে চাই।
বাঁচতে চাই রুটি ও রুজি।
রুজির জন্য এখনও পথ খুঁজি।
বাঁচার জন্য চাই নিরাপত্তা।
তুমি কি পেয়েছ কিছু?
পেয়েছ যুদ্ধ আগুন ধর্ষণ গণহত্যা।
প্রতিবার বারবার
রাষ্ট্রসংঘের ক্লিশে চিৎকার—
মানবাধিকার! মানবাধিকার!
পৃথিবীটা কার?
কার অধিকার?