বইমেলা বিষয়ে আমি যেটুকু জানি এবং দেখি

আমার বইমেলা–২
তমাল সাহা

লাইব্রেরীতে যাই না
বইয়ের তাকে ঝুল জমে।
বইমেলা! বইমেলা!
আমরা ছুটে বেড়াই
এই শীতেও
শরীর ভিজে যায় ঘামে।

এতো হক কথা।
খোলাখুলি বলে দিলেই
অনেকেরই দারুণ মর্ম ব্যথা!
এ তো ভাই স্বার্থ! এ তো ভাই স্বার্থ!
তুমি বুঝেছ যথার্থ।

লাইব্রেরীতে মঞ্চ নেই
কবিতা পাঠ করা যাবে না
বাচিক শিল্পী হওয়া যাবে না
বইমেলায় সেই সুযোগ আছে।
জানো তো ভাই!
তাই সুযোগ পেলে
একদিন কেন
রোজ রোজ বইমেলায় যাই।

আত্মপ্রচার কে না ভালোবাসে?
তুমি আমি মনে করি কেউ বোঝেনা
সবাই বোঝে আশেপাশে!

লাইব্রেরী!
বাংলায় সে এক কঠিন উচ্চারণ– গ্রন্থাগার!
তা এখন পুরনো ভাগাড়
পড়ে থাকে ফাঁকা।
তুমি আমি যদু মধু ঘুগনি ফুচকাওয়ালা
বইমেলায় মুখোমুখি দেখা।

বইমেলায় প্রেমিক-প্রেমিকা হাত ধরে ঘোরাঘুরি,
একটু ভালোবাসা যায়।
লাইব্রেরীতে তুমি সেই সুযোগ পাবে কোথায়?