ব্রিগেড প্যারেড গ্রাউন্ড শব্দ তিনটির মধ্যে একটি সামরিক ব্যঞ্জনা আছে। তাত্ত্বিক কবি সাংবাদিক প্রাবন্ধিক সরোজ দত্তর মুণ্ডু কেটে নিয়েছিল রাষ্ট্রীয় ডালকুত্তারা এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে।
সরোজ দত্ত ভালোবাসতেন যৌবন তরঙ্গকে
আমিও ভালোবাসি যৌবনের জয়গান

মিছিল
তমাল সাহা

যদি দেখতে ইচ্ছা হয়
ভালোবাসা মনে লয়
সকালবেলা আইসো ইস্টিশানে
যদি দেখতে ইচ্ছা হয়

যামু মিছিলে
যদি ছুঁইতে ইচ্ছা হয়
হাতে হাত ধরুম
নাই তো লজ্জা শরম
নাই তো কোনো ভয়
যদি চোখে চোখ রাখতে ইচ্ছা হয়

যদি ভালোবাসতে ইচ্ছা হয়
যদি ভালোবাসা মনে লয়
যদি ছুঁইতে ইচ্ছা হয়…
সকালবেলা আইসো ইস্টিশানে
তুমি আমি যামুনে ময়দানে
যদি জোরটা মনের বাড়াইতে হয়

মাঠ জুইড়ে তো আমারেই দেখ্লে
অন্য রূপে অন্য ছলে
আমার হাতটা ধরো ক্যামনে যেন এই মিছিলে
তুমি তো আমার লগে অন্যরকম কাছে ছিলে

ফেরার পথে চুমু খামুনে দুইজনে
গোপনে কোনোখানে
যদি ভালোবাসতে ইচ্ছা হয়
যদি ভালোবাসা মনে লয়
যদি দেখতে ইচ্ছা হয়
যদি ছুঁইতে ইচ্ছা হয়
কাল আইসো ইস্টিশানে