জাগো জননী গো জাগো
‘জ’ সম্বন্ধে আমি যা জানি
তমাল সাহা
অধিকার! অধিকার! অধিকার!
জল জমি জঙ্গল কার?
কেড়ে নিতে হয় অধিকার।
জ-এর অধিকার, জয়ের অধিকার
সামনে দাঁড়িয়ে মুখোমুখি
জ-এ জঙ্গী জেহাদি জননী আমার!
জাগো মাগো, জাগাও আমারে
যে জাতক রেখেছো ধরে জরায়ুতে তোমার
তুমি না জাগিলে জগৎ জাগিবে না
গর্ভবতী গর্ভচেরা লড়াকু অহল্যা মা আমার!
আমাকে যুদ্ধ শেখাও রণযাত্রী করো বারবার।
আদিবাসী হুল উলগুলান রাঢ়াঙ শিখিয়েছো
শিখিয়েছো তেভাগা তেলেঙ্গানায় বিদ্রোহ
অগ্নিগর্ভ নকশালবাড়ি
তোমারই শুধু ধারণ ক্ষমতা তুমি ধাত্রী ধরিত্রী
তুমিই জায়া তুমিই জননী, আমার প্রিয়তমা নারী।