অবতক খবর,২৩ ফেব্রুয়ারি: পশ্চিম বাংলায় সাধারণ মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করে ঘুর পথে এনআরসি করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্তের প্রতিবাদে 23 ফেব্রুয়ারি গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি অর্থাৎ এপিডিআর এর পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। কলকাতার কলেজস্ট্রিট কফি হাউসের সামনে জমায়েত হয়ে এপিডিআর-এর সদস্যরা সেখান থেকে মিছিল শুরু করে ধর্মতলা পর্যন্ত আসেন ।
এপিডিআর সমর্থকদের দাবি আধার কার্ড নিষ্ক্রিয় করে ঘুর পথে নিয়ে যাওয়া হচ্ছে,এনআরসি করে নাগরিকত্ব কেড়ে নেওয়ারদিকে। এই চক্রান্ত করছে কেন্দ্র সরকার বলে দাবি তাদের । ব্লক করে দেওয়া সমস্ত আধার অবিলম্বে সক্রিয় করার দাবিতে এবং মানুষের মধ্যে যে ভেদাভেদ, ধর্ম জাতি খাদ্য পোশাক নিয়ে এবং বিভাজনের রাজনীতি করার বিরুদ্ধে আজ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি অর্থাৎ এপিডিআর এর পক্ষ থেকে এই সংগ্রামী মিছিল করা হয়।