অবতক খবর,১২ মার্চ: CAA- এটা সংবিধান বিরোধী। তার কারণ ভারতবর্ষে আইন ছিল যারা অন্য দেশ থেকে আসবেন তাদের ভেরিফিকেশন করে নাগরিকত্ব দেওয়া হবে।। যেকোনো ধর্মের মানুষ বিবাহ সূত্রে এদেশে এসেছে। বাংলাদেশী মুসলমানদের অনেকেই বিবাহসুত্র করে এই দেশে এসে বসবাস করছে। তাদের কি হবে। হিন্দু ধর্মে caa লাগু করে সমস্যায় ফেলা হবে। আজকে যাদের ডিক্লারেশন চাইছে তাদের পরে ভারতীয় করা হবে।। তাহলে এতদিন যার তারা যে ভোটটা দিয়ে এসেছিল,, তারা যদি অবৈধ হয় তাহলে তাদের ভোট অবৈধ। মতুয়া সম্প্রদায়ের যেসব প্রতিনিধিরা পার্লামেন্টে গেল সংসদে গেল তারা কি সব অবৈধ হয়ে গেল।
নির্বাচনের আগে প্রতিবার বিজেপি কিছু না কিছু একটা করে। ১৫ হাজার টাকা ব্যাংকে, ২ লক্ষ চাকরি, আচ্ছে দিনের মিথ্যা আশ্বাস দেয়। এবার হলো সিএএ,, এটা কোনদিন বাস্তব হবে না।
যেসব মতুয়া ভাই রা কালকে নেচেছে,, তারা কিসের জন্য নেচেছে তারা নিজেরাই জানে না। তারা নাচছে তার দ্বারা নিজেদের সম্প্রদায়কে বিপদে ফেলার জন্য। আমরা ভারতীয় হিন্দু মুসলমান মতুয়া আমরা সবাই এদেশেই থাকবো।
একটা সময় ছিল যখন বাংলাদেশ অবিচ্ছিন্ন ভারতের অংশ ছিল। তারও আগে আফগানিস্তান ভারতের সঙ্গে ছিল,, সেখান থেকে কে আসবে। যদি আফগানিস্তান নিয়ে কথা হয় তাহলে শ্রীলঙ্কাও আছে ওখান থেকেও প্রচুর মানুষ আমাদের দেশে চলে এসেছে।
নির্বাচনের আগে ধর্মকে উসকে দেওয়া হচ্ছে।