মাস্টারদা
তমাল সাহা

মাস্টারদা!
অনেক কোচিং সেন্টার অনেক টিউটোরিয়াল হোম ঘুরে দেখে এলাম।
এক কাড়ি টাকা নেয় কিন্তু কিছুই শেখায় না।
তারা দলে দলে পড়ায় আর ছেলেদের মাথায় হাত বুলিয়ে টাকা কামিয়ে নেয়।
কি বলবো বলো? মা বাবারাও ওইদিকে দৌড়োচ্ছে ছেলেপুলেদের নিয়ে!

মাস্টারদা!
তুমি গোপনে অন্তরালে একাগ্রতায় শেখাও
তুমি রীতিমতো প্র্যাকটিক্যাল ক্লাস নাও
রণনীতি গেরিলা পদ্ধতিও তুমি জানো।

টিচার তো অনেক দেখলাম
তোমাকে ছাড়া আমাদের উপায় নেই, মাস্টারদা!