অবতক খবর,৬ এপ্রিল,মালদা: চৈত্রে রেকর্ড গরম। চৈত্রের চাঁদি ফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী। গোটা রাজ্যের পাশাপাশি এপ্রিলের শুরু থেকে অসহনীয় গরমে প্রাণ ওষ্টাগত মালদা বাসির। বর্তমানে মালদার তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে ঘোরাঘুরি করছে। সকাল হতে না হতেই রক্ত চক্ষু সূর্য মামা। বেলা বাড়লে তো আর কথাই নেই। প্রায় লোকশূর্ণ হয়ে পড়ছে মালদা শহরের রাজপথ।

আগামী চার দিন মালদায় ঝড়ো হাওয়া বইবে। বৃষ্টি হবার সম্ভাবনা নেই। তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে মালদায় দাবি হাওয়া দপ্তরের। সব মিলিয়ে প্রচন্ড এই গরমে হাঁসফাঁস দশা মালদা বাসির। তবে এই গরমে চাহিদা বেড়েছে ডাবের। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডাবের দামও। সাধারণ মানুষদের বক্তব্য গত বছর এতটা গরম ছিল না। এপ্রিলের শুরুতেই এই দশা তাহলে আগামী দিনে কি অবস্থা হবে।