অবতক খবর,১৫ এপ্রিল: নৈহাটি স্টেশনে ভুয়ো সিবিআই অফিসারের পরে দুইজন ভুয়ো টিকিট কালেক্টার ধরা পরল রেলের কর্তব্যরত হেড টিটি স্মেহাশীস চক্রবর্তীর হাতে। সোমবার নৈহাটি স্টেশনে টিকিট পরীক্ষকের কাজ করছিলেন ।বিনা টিকিটের যাত্রীর সন্দেহে স্নেহাশীষ বাবু টিকিট চাইলেঐ দুই যুবক তাদেরকে টিকিট কালেক্টর বলে দাবি করেন।
উক্ত টিকিট পরীক্ষকের সন্দেহ হওয়াতে দুই যুবকের কাছে পরিচয় পত্র দেখতে চান ।দুই যুবকের কাছ থেকে পরিচয় পত্র দেখার পর স্নেহাশীষ বাবু বুঝতে পারে দুই যুবকের টিকিট পরীক্ষকের পরিচয় পত্র জাল, সন্দেহ হওয়ায় জিআরপি ও আরপিএফের শরণাপন্ন হয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত যুবকের মধ্যে বাঁকুড়ার বাসিন্দা নাম সৌরভ দাস, অপরজন রামপুরহাটের বাসিন্দা শশীকান্ত মন্ডল।
যদিও সূত্র মারফত জানা যাচ্ছে মোটা টাকার বিনিময়ে তাদের এই কাজে নিয়োগ করা হয়েছিল। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট।