অবতক খবর,৭ মে,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:বজ্রাঘাতে ভিন রাজ্যের এক ক্ষেতমজুর মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বরের ভারুচা গ্রামে। মৃত নীলমণি মুর্মু, বয়স ৫২ বছর ঝাড়খণ্ডের দুমকা জেলার বাসিন্দা। সপ্তাহখানেক আগে মন্তেশ্বরের ভারুচা গ্রামে আত্মীয়দের সাথে বোরো ধান কাটার কাজে আসেন তিনি।
জমি মালিক সাগর গড়াই বলেন বিগত কয়েক বছর ধরে ওই মহিলা ও তার মেয়ে সহ কয়েকজনের দল ধান রোয়ানো , ধান কাটার সময় আসে। এ বছরেও সপ্তাহখানেক আগে ধানকাটার কাজে এসেছিল ওরা। সোমবার মাঠ থেকে বোরো ধান কেটে বিকালে বাড়ি ফেরে। সন্ধ্যা নাগাদ খাবারের আয়োজন করছিল। সে সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি শুরু হয়। পরিবারের অন্যান্যদের সঙ্গে যখন বসেছিল । সে সময় আচমকা একটি বজ্রপাতে পর অচেতন হয়ে পড়ে ওই মহিলা।
তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করা হয়েছে। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।