চিরকুট
তমাল সাহা

চিরকুটকে আমরা বলতাম চোথা
পরীক্ষায় নকলে সবাই জানে এর গুরুত্বের কথা
চিরকুটে চিঠি লিখে আমাদের হয়েছিল প্রেম
প্রেমিকার সাথে হতো নদীপারে দেখা

চিরকুটের গুরুত্ব আরো গেল বেড়ে
মনসৃজা শোনো!
চাকরিটা পেয়ে গেছি চিরকুটের জোরে
ভয় নেই, এবার আরও ঘনিষ্ঠ হতে পারো
মনসৃজা কাছে এলো, থুতনিতে হাত রেখে বলে এইবার উষ্ণ চুম্বনটা সারো।

চিরকুটের জোরে সেই কবে থেকে
মনসৃজার কাছে আজও আমি প্রিয়!

দুর্ভাগার কপালে সুখ আর কত সয়
চিরকুটটা ধরা পড়ে গেছে
আমার চাকরিটা গেছে, হয়েছে পরাজয়

মনসৃজা মাথা নিচু করে বসে আছে
আমার যা ছিল সব গেছে
আমার জীবনের সর্বনাশ হয়ে গেছে

চিরকুট প্রেম মনসৃজা
ঘনীভূত অন্ধকার চারিদিকে বন্ধ দরজা।