অবতক খবর,৫ জুন: মুর্শিদাবাদ জেলা জুড়ে সকাল থেকেই শুরু হয়েছে তৃণমূলের বিজয় উৎসব। একদিকে যেমন জেলার তিনটি লোকসভা কেন্দ্রে ফুটেছে ঘাসফুল। অপরদিকে তৃণমূল প্রার্থী তথা ভারতীয় বিশ্বকাপ জয় ক্রিকেটার ইউসুফ পাঠানের ব্যাটিংয়ে পঁচিশ বছরের রাজনৈতিক সন্ধির বদল ঘটে বহরমপুর লোকসভা কেন্দ্রেও ফুটেছে ঘাসফুল।
সেই উদ্দেশ্যেই গতকাল থেকেই শুরু হয়েছে তৃণমূলের বিজয় উৎসব তবে গতকাল প্রাকৃতিক দুর্যোগের কারণে কর্মী ও সমর্থকেরা সেই ভাবে উদযাপন না করতে পারলেও আজ সকাল থেকেই কার্যত বিভিন্ন কেন্দ্রতে তৃণমূল কর্মী ও সমর্থকরা রীতিমতো ব্যান্ড পার্টি বাজনা বোম পটকা সবুজ আবির উড়িয়ে উৎসবের আমেজে তৃণমূলের জয়ের উল্লাস উদযাপন করছে।
সাধারণ মানুষের সঙ্গে এই ছবি বহরমপুর লোকসভার অন্তর্গত বড়ঞা ব্লকের শ্রীহট্টি গ্রামের। গোটা জেলার মতন এখানেও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জাব্বার হোসেন খুশির নেতৃত্বে দেখা গেল গ্রামের সাধারণ আট থেকে আশি স্তরের সাধারণ শ্রেণীর মানুষ গ্রামের মহিলা ও তৃণমূলের কর্মী সমর্থকদের উৎসবের আমেজ মাততে।