অবতক খবর,৫ জুন: এক দেশ এক ভোট নিয়ে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের অঙ্গীকার ছিল ।

ছিল ৪০০ পারের লক্ষ ।কিন্তু অষ্টাদশ লোকসভার ফল জানিয়ে দিল এই প্রথমবার
সহযোগীদের সমর্থনের উপর নির্ভর করে সরকার গড়তে হবে বিজেপিকে । মাত্র সাড়ে ১১ মাস গড়া বিরোধী জোট
(যাকে প্রচারপর্ব আগাগোড়া কটাক্ষ করে এসেছেন মোদী সহ বিজেপি নেতারা )আটকে দিল পদ্মের সংখ্যা গরিষ্ঠতার পথ ।
৫৪৫টি আসনের মধ্যে (দুটি মনোনীত আসন সহ )লোকসভায় সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭৩টি আসন।বিজেপি একক ভাবে
জিততে চলেছে ২৮১টি আসন ।তাদের নেতৃত্বাধীন জোট এনডিও ২৯৩টি ।অন্য দিকে এই লোকসভা নির্বাচনে কার্যত পুনরুত্থান হল জাতীয় কংগ্রেসের ।ইন্ডিয়ার ঝুলিতে ২৩৩টি আসন ।যেখানে বিরোধী-দলনেতা পদের জন্য লোকভায় ৫৫টি আসনে জেতা প্ৰয়োজন ।

২০১৪,থেকে ২০১৯এর লোকসভায় ৫২টি আসনে জেতা কংগ্রেস সংসদীয় বিধি অনুযায়ী সেই মর্যাদা পায়নি ।আর এ বার সেই মর্যাদা ফিরে পেল
রাহুল গান্ধীর দল ।

দেশের তিন বৃহত্তম রাজ্য জনসংখ্যার নিরিখে উত্তরপ্রদেশ ,মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে পরাস্ত হয়েছে বিজেপি ।এই অঘড়ি মহাবিকাশ ধাক্কা দিয়েছে মোদির দলকে ।

অন্যদিকে জয় নিশ্চিত করে এগিয়ে গেল সবুজ শিবির । বিজেপির ইন্ডিয়াজোটকে সরিয়ে ইতিহাসে রেকর্ডগ ড়লেন তৃণমূলপার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।বক্তৃতা এবার আর শোনা গেলনা জয় শ্রীরাম শ্লোগান ।