অবতক খবর,৫ জুন: উত্তর প্রদেশে ৮০টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৩৭টি আসনে জিতে একক বৃহত্তম দল হয়েছে এসিপি ।সহযোগী কংগ্রেস জিতেছে ৬টি।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল জিতেছে ৩৩টি আসন ।

আশি বনাম বিশের লড়াই ।গত ২ বছর আগে বিধানসভা ভোট উত্তরপ্রদেশে হিন্দু -মুসলিম মেরুকরণ তাস খেলে বাজিমাত করেছিল যোগী আদিত্যনাথ ।এ বারের ভোটে দেশের বৃহত্তম রাজ্যে (জনসংখ্যার নিরিখে )হিন্দুত্বের আবেগ উস্কে দিতে বিজেপির মূল অস্ত্র ছিল নব্বইয়ের
দশকের ধূলিসাৎ করে দেওয়া বাবরি মসজিত গড়ে তোলা রাম মন্দির ।কিন্তু এবারের ভোটের ফল বলছে রাজ্যেই মোদির ঝড় রুখে দিয়েছে
সমাজবাদী পার্টি (এসপি )অখিলেশ যাদব এবং তার সহযোগী কর্মী ।উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসনের মধ্যে ৩৭টি আসন জিতে একক
বৃহত্তম দল গঠন করেছেন (এসপি)। সড়যোগী কংগ্রেস জিতেছে ৬টি ।অন্যদিকে যোগী আদিত্যনাথের রাজ্যে নরেন্দ্রমোদীর সরকার জিতেছে ৩৩টি আসন ।
এর আগে বারাণসীতে ২০১৪ সালে ৩ লক্ষ ৭১ হাজার ভোটে এবং ২০১৯ সালে ৪ লক্ষ ৭৯ হাজার ভোটের ব্যবধানে জেতা মোদী এবারে ১ লক্ষ ৫২ হাজার ভোটে হারিয়েছেন কংগ্রেসের অজয় রাইকে।

আর একদিকে রায়বেরেলিয়াতে প্রথমবার কংগ্রেসের নেতা রাহুল গান্ধী প্রায় ৪ লক্ষ ভোটে
বিজয়ী হলেন।তবে পরাস্ত হয়েও এতটুকু মনোবল ভেঙে যায়নি প্রধানমন্ত্রীর । তিনি (এনডিএ)জোটকে আরও শক্ত গড়ে তোলার জন্য তৈরী করছেন নতুন অস্ত্র ।