অবতক খবর,৭ জুন: আর যাতে বারাকপুর শিল্পাঞ্চলে কোন রকম ভোট পরবর্তী হিংসা না হয় সেই কারনে বিভিন্ন জায়গাতে টোটো করে প্রচার শুরু করেছে। এই প্রচার থেকে সবাইকে শান্ত থাকার বার্তা দেওয়া হচ্ছে।

কিন্ত এই প্রচার করে কি হিংসা কমানো যাবে?এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিজেপির তরফ থেকে বলা হচ্ছে প্রতিদিনই বিজেপির কর্মীদের মারধর করা হচ্ছে, বাড়ি ভাঙচুর করা হচ্ছে। আর টোটো করে বিভিন্ন জায়গাতেই প্রচার করা হচ্ছে এটা লোক দেখানো। একদিকে কর্মীদের উস্কাচ্ছে মারধর ভাঙচুর করার জন্য। লোক দেখাতে এই প্রচার।

ভাটপাড়া শহর তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বহু মানুষ আস্থা জ্ঞাপন করেছে। এই আনন্দের উচ্ছ্বাসে যেন কোন রকম শান্তির শৃঙ্খলা বিঘ্নিত না হয় তার জন্য প্রচার করা হচ্ছে। আমরা প্রশাসনিক কেউ বলেছে শক্ত হতে কোন জায়গায় এরকম ঘটনা ঘটলে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে প্রশাসনকে।

তিনি দায়িত্ব নিয়ে বলেন,ভাটপাড়ায় কোনো রকম হিংসার ঘটনা ঘটেনি। ২০১৯ এ ভারতীয় জনতা ব্যাটের সংসদ জেতার পর যে হিংসা নামিয়ে এনেছিল ভাটপাড়ার মানুষ মানুষ কিন্তু এগুলো ভুলে যায়নি তারপরও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাটপাড়ার শান্তি বিঘ্নিত হতে দেব না। ২০১৯ এর ভাটপাড়ার মানুষদের হিংসা দেখেছে সেই দিন যাতে ফিরে না আসে তার জন্য আমরা এবার জয়লাভ করেছি।

ব্যারাকপুর বিজেপির মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বলেন, পুলিশের যে কাজ করার কথা ছিল সেটা তৃণমূল করছে। যেভাবে তৃণমূল বিজেপির কর্মীদের উপর সন্ত্রাস চালাচ্ছে আবার শান্তির জন্য এলাকায় প্রচার চালিয়ে নাটক করছে।ব্যারাকপুরের নতুন সাংসদ ভোটের সময় যেটা বলেছিলেন ব্যারাকপুরের গুন্ডারাজ শেষ করে দেবেন এবং ব্যারাকপুরে শান্তি শৃঙ্খলা সবসময় বজায় থাকবে আশা করি উনি সেটাকে বজায় রাখবেন এবং ব্যারাকপুরে শান্তি থাকবে।