আজ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস
তোদের কথা ভুলে গেছি
তাহলে একবার কান ধরে করি ওঠবস।
১) ইটের স্বাধীনতা
এটাই আসল স্বাধীনতা
ইচ্ছেমতো ইট বহন করবে মাথা।
তাতে তোর আমার কি আসে যায়?
স্বাধীন শব্দটি নিয়ে বুকে
পতাকা তো পতপতায় হাওয়ায়
তোর রাষ্ট্রের মাথায়!
২) চ্যালেঞ্জ
হাতে বুকে পেটে মুখ সেঁটে
ও দুটো কি? ইট গো, ইট!
ওই শিশু দেখাচ্ছে কসরৎ
জানাচ্ছে চ্যালেঞ্জ
স্বদেশ স্বাধীনতা ধিক, তোকে ধিক!
৩):নেংটো পোঁদু
নেংটো পোঁদু ছেলে
বাপের খাবার মাথায় নিয়ে
যাচ্ছে সুদূর মাঠে।
হাতে তার সময় নেইকো মোটে
বাপ যে খিদেয় মরে
খেতির কাম যাবে উঠে লাটে।
বাপের দায় নিয়েছে অবুঝ উদোম শিশু
এই ভারতেই দেখতে পাবে তুমি
এমন অপূর্ব কিছু!
৪) সাজানো
ইট সাজাচ্ছে মেয়ে
কি জানি ঘর সাজাবে কবে?
কেন রে মা, এলি কেন এই ভবে!