সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় পরিবেশ কেমন আছে?

এই উপত্যকায়
তমাল সাহা

শোনা যায়
ভালো ভালো মানুষ থাকে নাকি
এই বঙ্গোপসাগরীয় উপত্যকায়!

এই উপত্যকায়
ত্রাণের চাল চুরি যায়
নেতা হা-ভাতের মুখের গ্রাস কেড়ে খায়
খোশমেজাজে ঘুরে বেড়ায়

এই উপত্যকায়
ঘরহারার মাথার ছাউনি ত্রিপল চুরি করে
অর্থ কামায় পঞ্চায়েত প্রধান
হাভাতে মানূষ ভিক্ষে চায় রাস্তায়

এই উপত্যকায়
লক্ষ-কোটি টাকার জীবনদায়ী ওষুধ
চুরি করে চিকিৎসক বসে থাকে
শাসক দলের মাথায়

এই উপত্যকায়
উৎকোচগ্রাহী মন্ত্রীরা
সহজেই জামিন পেয়ে যায়
রাজনৈতিক বন্দিরা মাথা কুটে মরে
অন্ধকার আলোহীন জেলখানায়

এই উপত্যকায়
বেঁচে থাকে নেতা দালাল ফড়ে
যাদের দল আছে শাসন ক্ষমতায়

এই উপত্যকায়
গায়েব হাপিশ– শব্দ দুটি
প্রবল পরাক্রমে আস্তিন গুটিয়ে
দৃঢ় পদক্ষেপে হেঁটে যায়

এই উপত্যকায়
হায়রে মা মাটি মানুষ!
হাহাকার তুলে নোনা বাতাস উড়ে যায়….