আমার মনে হয় দ্বিতীয় ফাদারস ডে–১৭ জুন,হওয়া উচিত।
এবার তবে সেকেন্ড পিতৃদিবসের কথা লিখি
আমাদের বাবা
তমাল সাহা
বঙ্গোপসাগরীয় হাওয়ায়
আমাদের নিজস্ব কোন বাবা নেই।
তবে তারা গেছে কোথায়?
এই পললভূমে বাবা সহজেই
পাল্টানো যায়!
কেউ বলে আমি ছেলে সিপিএম-এর
কেউ বলে আমি ছেলে তৃণমূলের
কেউ বলে আমি ছেলে বিজিপি-র
এই দেশ মুক্ত স্বাধীন—
বাবা পাল্টানোর নেই কোনো প্রাচীর
বাবা পাল্টানোর দেশ এটা—বেনজির।
এখানে হরেক দলই বাবা
বাবাদের রং লাল নীল গেরুয়া সবুজ।
সব ছেলে পাবে এখানে
মাফিয়া মস্তান বখাটে অবুঝ।
আমাদের দেশ, বাবাদের দেশ
কে বলে বৃদ্ধাশ্রমের কথা!
বাবাদের প্রতি নাকি আমাদের দ্বেষ?
জন্মদাতা পিতা!সে তো এক বোঝা!
কিন্তু দল-বাবাদের নিয়ে ছেলেরা আমরা
বেঁচে আছি বেশ।
দল! দল! দল!
দিয়েছে হাঁক—
আমাকে তুই বাবা বল্!