ভোকাট্টা
তমাল সাহা

বাবা বলেছিল, ঘুড়ির মতো হবে। উপরে উঠবে কিন্তু লাটাই থাকবে মানুষের হাতে।
মানুষ তোমাকে খেলাবে যেমন ঘুড়ি খেলে আকাশের গায়ে, লাট খায়। শেষ পর্যন্ত ভোকাট্টা হয়ে উড়ে যায়…

বাবা! তাহলে তো কেটে উড়ে গেল

বাবা বলে, ধুর! উড়ে যায় নাকি।
উড়তে উড়তে অনেক দূর যায়, তারপর?
মাধ্যাকর্ষণে কোথাও গিয়ে আবার ঠিক মাটিতেই পড়ে।

কিশোরেরা কুড়িয়ে আনে আবার উড়ায়!
আবার ভোকাট্টা আবার কোথাও গিয়ে মাটিতে পড়ে…

মাটি ছাড়া মানুষ বাঁচে নাকি!