মেয়েটি আমাকে শেখালো
তমাল সাহা

সবাই তুমি! তুমি! করে
এতো তুমি কোথায় পাওয়া যায়?
শপিং মলে খোঁজ নিয়ে দেখেছি
কোনো তুমি বেচে না ওরা।
মেয়েটি আমাকে পাগল ভাবলেও
কেন যেন আমার দিকে তাকায়।

এবার বলি, তাহলে বলো,
ভালোবাসা পাওয়া যায় কোন দোকানে?
ও বলে, আপনার বাড়ি কোথায়,
থাকেন কোনখানে?
কবে থেকে খুঁজছেন
তুমি ও ভালোবাসা।
আমি বলি, সেই কবে থেকে!
আপনি একা বেরোন কেন?
এসব আপনার বাড়ি জানে!
ও বলে,
এসব বিক্রি হয়না কোনো দোকানে!

তাহলে কোথায় পাওয়া যায়
তুমি বলো!
মেয়েটির চোখ দুটি ছলোছলো!

মেয়েটি আমার হাত ছুঁলো।
বললো, ভালো করে আমার হাত ধরো
এমন মানুষকে কেন যে একা ছেড়ে দেয়!
তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, চলো।

ও আমাকে কোন্ বাড়ির দিকে নিয়ে যায়!
কিছুই বলেনা আমায়।
হাত ধরে হাঁটা এতো ভালো
মেয়েটি আমাকে শেখালো।