অবতক খবর,২৯ জুন: আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জমি দখলের পাশাপাশি প্রতারনার অভিযোগের নাম উঠে আসলো স্থানীয় কাউন্সিলারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খড়দহ পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড অধীনস্থ কুলিনপাড়া এলাকায়। দীর্ঘ শতাধিক বছর ধরে বসবাস করে আসছে আদিবাসী সম্প্রদায়ের সাতটি পরিবার।

আদিবাসী সম্প্রদাযয়ের জমির অংশ দখল করে পাঁচিল তৈরি করার অভিযোগ উল্লেখ্য খড়দহ পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বরাজ দাসের বিরুদ্ধে, তার পাশাপাশি জমির কাগজ তৈরি করার বাবদ প্রত্যেক পরিবারের কাছ থেকে ১৫০০ হাজার টাকা নিয়ে কাগজ না করে দেওয়ার অভিযোগ উঠলো উক্ত কাউন্সিলারেরই বিরুদ্ধে।

খরদহ পৌরসভার অনুমতি ছাড়াই স্থানীয় কাউন্সিলার আদিবাসী এই পরিবারদের জমির অংশ দখল করে পাঁচিল তৈরি করছে। আর এই ঘটনার প্রতিবাদে কাউন্সিলারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের পরিবারের লোকজন।

যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে কাউন্সিলার স্বরাজ দাস। পৌরসভার অনুমতি ছাড়া কোনো জমি দখল করা হবে না। এমনটাই জানিয়েছেন খড়দহ পৌরসভার পুরপ্রধান নীলু সরকার।