শুভ হোক জলজীবী দিবস

জলজীবী দিবসের সংবাদ
তমাল সাহা

নদীর বুকে জলের গান
জলের বুক বেয়ে চলে যায় জলজীবী
ক্ষুদ্র তার জলযান।

কত সব গান গায় সে
এতসব কথা কী করে তার কন্ঠে আসে!
কত সব মাছ প্রেমে পড়ে তার
আটকা পড়ে জালের ফাঁদে।
মাছেদের জীবন মেছুরেও জানে না
মাছেরা হাসে না কাঁদে!

বর্ষাধারায় গর্ভবতী নদী
জেলের মনে পড়ে
ঘরে তার পোয়াতি নারীর কথা।
প্রসূতির গর্ভে হাত পা ছোড়ে কে?
রাত ভোর হয়ে আসে
ধীবর কান পেতে থাকে
বাতাস বয়ে আনি নাকি সেই শুভ বারতা!