অবতক খবর,১ জুলাই: সোমবার সকালে ওভার হেডের তার ছিড়ে বিপত্তি দক্ষিণ পূর্ব রেলের আমতা শাখার বড়গাছিয়া স্টেশনে।

জানা গিয়েছে দিন সকালে ডাউন আমতা -হাওড়া লোকালের ওভার হেড তার ছিঁড়ে বিপত্তি শুরু হয়।প্রায় তিন ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর নয়টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়। সপ্তাহের প্রথম দিনেই এই শাখায় প্রথম ট্রেনের এই ঘটনায় কাজে যেতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে যাত্রীদের। ঘটনার দেড় ঘণ্টা কেটে গেলেও রেলের তরফ থেকে কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ যাত্রীদের।

পরে অবশ্য ওভারহেডের তার সারিয়ে ট্রেন চলাচল শুরু হয়।যাত্রীরা আরও অভিযোগ করে যে ,প্রতিনিয়ত ট্রেন লেট থাকার কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের।