অবতক খবর,৫ জুলাই: আজ হালিশহর পৌরসভা অঞ্চলে চলল দখলমুক্ত করার কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যের প্রতিটি পৌরসভাই নিজ নিজ অঞ্চলে ফুটপাত দখলমুক্ত করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। বাদ গেল না হালিশহর পৌরসভাও।

হালিশহর পৌরসভার চার নম্বর ওয়ার্ড অর্থাৎ তেঁতুলতলা ওয়ার্কশপ রোডের উপর যে নতুন কনস্ট্রাকশন ছিল তা আজ ভেঙে দেওয়া হল। পাশাপাশি ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে যারা বসে রয়েছেন তাদের আজ নোটিশ দেওয়া হল। তারা নিজেরা দখল মুক্ত করলে ভালো,নইলে পৌরসভার তরফে সব ভেঙে দেওয়া হবে।

এ বিষয়ে হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ আমাদের অবতক খবরের মাধ্যমে জানান, আমরা জোর করে কোন কাজ করতে চাই না, হালিশহরের ব্যবসায়ীরা অত্যন্ত ভালো।

হালিশহর স্টেশন রোডে যারা দখল করে বসে ছিলেন তারা নিজেরাই দখলমুক্ত করতে শুরু করেছেন। সুতরাং আমরা কাউকে জোর করে কোন কাজ করতে চাই না। আমরা তাদের সময় দিয়েছি আশা করছি ব্যবসায়ীরা আমাদের সাথে সহযোগিতা করবেন।