অবতক খবর,৫ জুলাই: এখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার সহ সারা ভারতবর্ষের মানুষের কাছে মোবাইল মোবাইল ছাড়া এক পাও চলতে পারে না সাধারণ মানুষ। ভোট পরবর্তী সময়ে সেই মোবাইলে হঠাৎ করে রিচার্জ এর টাকা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে গ্রাহকরা।

বাড়ির গৃহবধূ থেকে দোকানদার এমনকি গ্রাহক সবাই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে দোকানদার যারা রয়েছে তাদের গ্রাহকদের সঙ্গে প্রতিনিয়তই ঝগড়া লাগছে বলে ব্যবসায়ীদের দাবি।

অনেক গ্রাহকদের দাবি ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামত এই টাকা বাড়িয়ে নিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ৫০ টাকার উপরে বেড়েছে।তবে গ্রাহকদের দাবি অবিলম্বে এই রিচার্জের পয়সা কমানো হোক। মোবাইল ছাড়া এখন চলার কোন উপায় নেই বিশেষ করে এসএমএস সব সময় আসতেই রয়েছে বিভিন্ন ক্ষেত্রে।

যেমন রেশন,স্কুলের ভর্তি করতে গেলে স্কুলের পড়াশোনা, আধার কার্ড ব্যাংকের টাকা লেনদেনের ক্ষেত্রেই মোবাইলে অবশ্যই প্রয়োজন পড়ছে। আর সেই সুযোগ প্রতি কোম্পানি দ্বারা টাকা বাড়াতে আছে প্রতিনিয়ত।