আজ কিন্তু বিশ্ব চকোলেট ডে। কিছু লিখবে না? মেয়েরা ডার্ক চকোলেট ভালবাসে! এ লেখা কি মেয়েদের পছন্দ হবে?

চকোলেট খাবে তুমি!
তমাল সাহা

চকোলেট ডে–
চকোলেট কিনেছো তুমি ভালোবেসে
তোমার চোখে,হাতে স্বপ্নের চকোলেট।
তুমি কি জানো
এর সঙ্গে জড়িয়ে আছে
কাদের খিদের দানাপানি, কাদের পেট?

তুমিতো চলেছো চুষে আর বলছো,
আজকের দিনটা কী দারুণ!
আহা,তোমাদের ভালোবাসা!
সঙ্গে জড়িয়ে আছে
কত শিশুর অশ্রু ঘাম খুন!

আফ্রিকার দেশ—
কোকো চাষের বিশাল বিস্তার।
আবলুস কাঠরঙা কৃষ্ণকায় শিশু হাজার হাজার
কখনো বেগার শ্রমিক তারা,
কখনো বা ক্রীতদাস।
চকোলেটের উপাদান হয়ে ওঠে
এইসব শিশুদের শ্বাস-প্রশ্বাস।

কোকো চাষ বাড়াও, মুনাফা হবে—
ছড়াও কীটনাশক।
কত শিশু অসুস্থ হয়ে পড়ে তা কি তুমি জানো?
চকোলেট খাবে, নিজেকে মনে হবেনা মহাপাতক?

সেই ভোর ছ’টায় তার কাজ শুরু
সন্ধ্যেবেলায় ক্লান্ত শরীরে ঘরে ফেরা।
চোখে তার স্বপ্নের দুমুঠো ভাত।
কোকো গাছে ওঠে শিশু
হাতে তার চাপাতি-করাত।
তার কাজ শুঁটি সংগ্রহ,তা বস্তায় ভরা।
তারপর?
সেই ভারি বোঝা তুলে নিয়ে মাথায় বা ঘাড়ে
ওইটুকু শিশু কি করে যেন পৌঁছে দেয় দ্রুত খামারে!

তোমার অভিমান ভাঙাতে ভালোবাসা জানাতে উপহার হাতে তুলে দিলো প্রিয়
তোমার ফেভারিট ডার্ক চকোলেট।
কালো চকোলেটের পেছনে কালো ইতিহাস
লিখে চলে হাজার হাজার শিশুর ক্ষুধিত পেট।