ধৃতরাষ্ট্রের সঙ্গে কথোপকথন
তমাল সাহা

সঞ্জয়! এতো রথচক্রের ঘর্ঘর শব্দ নয়।
এ তবে কিসের শব্দ, কিসের গর্জন?
মহারাজ! এ বাইকের শব্দ। ভোট যুদ্ধে বাইক বাহিনীর অতীব প্রয়োজন।
বুথ দখল করতে এসব লাগে। এসব যে পক্ষের আছে তাদের জয় পুরোভাগে।

২)

সঞ্জয়! বিশাল ভূকম্পন, অ্যাতো ঝাঁঝালো গন্ধ!
মহারাজ! এ ভয়ঙ্কর বিস্ফোরক বোমা
এর নির্মাণ পদ্ধতি কুরুপান্ডবও জানে না।
ওই যে গন্ধ বারুদের ধোঁয়া, এ দেখাও এক অভিজ্ঞতা কিন্তু আপনি তো অন্ধ!

সঞ্জয়! এসব তো ছিল না কুরুক্ষেত্রে
ছিল গদা বর্শা বল্লম তীর ধনুক তরবারি।
মহারাজ। এ যুদ্ধে বোমা পিস্তল অত্যন্ত দরকারি।
মহারাজ! এ অন্য যুদ্ধ, কামাইক্ষেত্রের যুদ্ধ
এ যুদ্ধ আরও নির্মম নিষ্ঠুর, বিরোধীপক্ষ অবরুদ্ধ।

৩)

চতুর্দিকে ছিন্নভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ…
সঞ্জয়! এ কোন কুরুক্ষেত্র?

কুরুক্ষেত্র নয় মহারাজ!
এটাই গাঙ্গেয় উপত্যকা, পশ্চিমবঙ্গ!

৪)

তাহলে এসো সঞ্জয়!
পবিত্র এই গাঙ্গেয় তীরে নটবর ঘাটে বসি, স্তব করি—
চিতাকাঠ প্রজ্বলিত ওই দূরে
এই নগ্নদেহ প্রবেশ করেছে অগ্নিকুণ্ডের গভীরে
অজো নিত্যঃ শাশ্বতোহয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে।