হ্যাঁ! হ্যাঁ! তোমার সঙ্গেই দেখা হয়েছিল! বারবার চারবার কথা হয়েছিল। তোমার নয়, আমার নিজের বুকটা গর্বে ফুলে উঠেছিল। আর মনে পড়ে পৃথিবীতে একমাত্র কবি তুমি তোমার মরদেহটা ছিনতাই হয়েছিল!!

ছান্দসিক
তমাল সাহা

এই ভাই! যত দূরেই যাই
কাল মধুমাস।
অগ্নিকোণ-এ রেখে গেছি চিরকুট
ফুল ফুটুক!

ছেলে গেছে বনে, বাঘ ডেকেছিল
তাই পদাতিক
একটু পা চালিয়ে ভাই!

তোমার মুখ দেখলেই আমরা দুর্দান্ত অক্লান্ত
মনে পড়ে যায় সেই বিস্ময়কর পংক্তি
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত!